রাতের অন্ধকারে অমিত শাহর ব্যানার গায়েব! বিজেপির অভিযোগে চাঞ্চল্য কালীঘাটে

রাতের অন্ধকারে কালীঘাট থেকে অমিত শাহের পোস্টার গায়েব করে দেওয়ার অভিযোগ।

author-image
Tamalika Chakraborty
New Update
amit 24xsf

নিজস্ব সংবাদদাতা: কালীঘাটে অমিত শাহের আগমন ঘিরে শুরু হল নতুন বিতর্ক। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তাঁদের লাগানো ব্যানার–পোস্টার গায়েব হয়ে গেল। শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দির চত্বর ও আশপাশের এলাকায় একাধিক ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু হঠাৎই দেখা যায়, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে।

বিজেপির দাবি, যাঁরা ব্যানার খুলেছেন, তারাই পরে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল আকারের পোস্টার টাঙিয়ে দিয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি সরাসরি শাসক দলের দিকে আঙুল তুলছে।

amit shah

স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, “অমিত শাহের স্বাগত ব্যানার সরিয়ে মমতার পোস্টার লাগানো হয়েছে পরিকল্পনা করেই। সাধারণ মানুষের সামনে বিজেপিকে ছোট করার জন্য এই কাজ হয়েছে।”

যদিও শাসকদলের পক্ষ থেকে এ নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে অমিত শাহের সফরের আগে হঠাৎ পোস্টার যুদ্ধে রাজনীতির উত্তাপ আরও বেড়ে গেল।