অমিত শাহ ফের এলেন সজল ঘোষের পুজো উদ্বোধনে, বাংলার জন্য করলেন বিশেষ প্রার্থনা

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর উদ্বোধনে এসে কী বললেন অমিত শাহ?

author-image
Tamalika Chakraborty
New Update
amit shah


নিজস্ব সংবাদদাতা: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যোগ বহুদিনের। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের এই পুজো উদ্বোধন করতে তিনি আগেও এসেছেন। ২০২৩ সালে যখন মণ্ডপে রামমন্দিরের থিম হয়েছিল, তখনও অমিত শাহ নিজে এসে উদ্বোধন করেছিলেন। দু’বছর পর ফের একবার শাহ হাজির হলেন সজলের পুজোর উদ্বোধনে।

এই দিনে শুধু শাহই নন, উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাপস রায়ও।

উদ্বোধনী মঞ্চে অমিত শাহ দেশবাসী এবং বাংলার মানুষকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে বলেন, “নবরাত্রি আজ বিশ্বজুড়ে আলোচিত। বাংলার দুর্গাপুজো বিশ্বের সামনে এক ঐতিহ্য। ন’দিন ধরে বাংলার মানুষ শক্তির আরাধনা করেন। আমি মণ্ডপে মায়ের পুজো করে প্রার্থনা করেছি, ভোটের পর বাংলায় এমন সরকার আসুক যা সোনার বাংলা গড়ে তুলবে। শান্তি ফিরুক বাংলায়, আর রবীন্দ্রনাথের স্বপ্নের বাংলা তৈরি হোক।”

Amit shah

অমিত শাহ এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর কথাও বিশেষভাবে উল্লেখ করেন। তাঁর কথায়, “বিদ্যাসাগর মহাশয় বাংলার ভাষা, সংস্কৃতি আর নারীর শিক্ষার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তাঁকে আজ গভীর শ্রদ্ধা জানাই।”

বৃষ্টির কারণে দুর্গাপুজোর শুরুতেই শহরে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়েও শোকপ্রকাশ করেন শাহ। তিনি জানান, “প্রচণ্ড বৃষ্টিতে যে ১০ জন মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি।”