/anm-bengali/media/media_files/wEgJmBOhoAKGzm9NPerl.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার আরজি কর কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে হচ্ছে। কিন্তু সেখানে একাধিক বিষয় উঠে আসে। উঠে আসে ময়নাতদন্তকারী চিকিৎসক দেবাশিষ সোমের নাম। তিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন বলেও অভিযোগ ওঠে। সিনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী বলেন, যাঁরা সেদিন ক্রাইম সিনে উপস্থিত ছিলেন, তাঁদের সাসপেন্ড করতে হবে চিকিৎসকদের আস্থা অর্জনের জন্য। পাশাপাশি দুর্নীতির সঙ্গে যাঁরা যুক্ত। সিবিআইয়ের স্ক্যানারে যাঁরা রয়েছে, তাঁদেরও সাসপেন্ড করতে হবে বলে আইনজীবী জানান।
/anm-bengali/media/media_files/9YlGMHZE5ssW1tGp3LSa.jpg)
এই প্রসঙ্গে রাজ্যের তরফে জানানো হয়, সাত জনের মধ্যে পাঁচ জনকে সাসপেন্ড করা হয়েছে। দেবাশিষ সোমকে কেন এখনও সিবিআই জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে সলিসেটর জেনারেল তুষার মেহতা বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার আগে দেবাশিষ সোমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপরেই তাঁর প্য়ানিক অ্যাটাক হয়। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। এর বাইরে আদালতে আর কিছু বলা সম্ভব নয় বলেও তিনি জানান।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us