/anm-bengali/media/media_files/2025/02/13/E2XJ8jgiEPQMFvfphnLf.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: ফের টেক-অফের ঠিক আগেই চরম বিপত্তি বিমানবন্দরে। যাত্রী ভর্তি অবস্থায় যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ হলো কলকাতা থেকে ব্যাঙ্ককগামী একটি বিমান। শনিবার ভোররাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে।
জানা গিয়েছে, শুক্রবার রাতেই ব্যাঙ্ককের উদ্দেশে ছাড়ার কথা ছিল ফ্লাইট SL243-এর। কিন্তু যাত্রার কিছুক্ষণ আগে হঠাৎ করেই বিমানে দেখা দেয় গুরুতর যান্ত্রিক সমস্যা। অভিযোগ, যাত্রীরা বোর্ডিংয়ের পরেই দেখেন, বিমানের ভেতরে এসি কাজ করছে না। ক্রমে পরিস্থিতি আরও ঘনীভূত হয় যখন ফ্লাইটের ফ্ল্যাপ বিকল হয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটি এতটাই মারাত্মক ছিল যে শেষমেশ বিমান উড়ানই বাতিল করতে হয়।
রাতভর অপেক্ষার পর অবশেষে শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিমানে থাকা যাত্রীদের নামিয়ে আনা হয়। যাত্রীদের অভিযোগ, অনেকেই ঘুম থেকে উঠে কষ্টের মধ্যে দীর্ঘক্ষণ বসে ছিলেন বিমানের ভেতরে। প্রাথমিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিছু যাত্রীর মধ্যে। পরে বিমান সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়, বিমান আপাতত চালানো সম্ভব নয়।
বিমান সংস্থা জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বিমান বাতিল করা হয়েছে এবং আপাতত সকলের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এই ঘটনার পর বিমানযাত্রীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যাত্রাপথের ঠিক আগে এমন যান্ত্রিক ত্রুটি ঘিরে প্রশ্ন উঠছে বিমান সংস্থার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নীতির উপর।