আপনারাই ছাগলের তৃতীয় সন্তান! কাদের কথা বললেন নেত্রী

অগ্নিমিত্রা পাল তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে। পাশাপাশি তিনি মনোরঞ্জন ব্যাপারীকে নিশানা করে বলেন, "আপনারা যাঁরা ব্যানার্জি পরিবারকে তোষামোদ করেন, তাঁরাই ছাগলের তৃতীয় সন্তান।"

author-image
Tamalika Chakraborty
New Update
agnimitra paul.jpg

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বুধবার দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। এই প্রসঙ্গে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, আজকে হঠাৎ করে তিনি অনুভব করলেন, তৃণমূল দলটিতে ছারপোকাতে ভরে গিয়েছে। আপনারাই তো মুখ্যমন্ত্রীকে বলছেন, তিনি নাকি সারদা মা, তিনি নাকি মহাপ্রভু চৈতন্যদেব, আপনারাই বলছেন তিনি রামকৃষ্ণ ঠাকুর,একজন থার্ড গ্রেড নেত্রী, যিনি পশ্চিমবঙ্গকে ২০০ বছর পিছিয়ে দিয়েছেন। যিনি ধর্মের রাজনীতি করেন, তিনি সংখ্যালঘুদের শুধু ব্যবহার করে গিয়েছেন। আপনারা যাতে লোকসভা বা বিধানসভার টিকিট পান, সেই কারণে মুখ্যমন্ত্রীকে বলেন সারদা মা।"  এরপরেই তিনি মনোরঞ্জন ব্যাপারীকে নিশানা করে বলেন, "আপনারা যাঁরা ব্যানার্জি পরিবারকে তোষামোদ করে চলেন, তাঁরাই হলেন ছাগলের তৃতীয় সন্তান।"