সল্টলেকে ভয়াবহ স্কুটার দুর্ঘটনা! মদ্যপ দুই যুবকের ‘রাতের রেসিং’ শেষ হল হাসপাতালে

সল্টলেকে ইন্দিরাভবনের কাছে ভয়াবহ স্কুটার দুর্ঘটনা! সিটি সেন্টার থেকে বিকাশভবনের পথে দ্রুত গতির স্কুটার ডিভাইডারে ধাক্কা খেয়ে ছিটকে পড়লেন দুই যুবক। পুলিশ সূত্রে দাবি, দুজনই ছিলেন নেশাগ্রস্ত। চাঞ্চল্য ছড়াল সল্টলেকে।

author-image
Tamalika Chakraborty
New Update
Accident

নিজস্ব সংবাদদাতা: শনিবার রাতের ব্যস্ত সল্টলেক যেন হঠাৎ থমকে গেল এক ভয়াবহ শব্দে। ইন্দিরাভবনের সামনে জোরে ধাক্কার আওয়াজ। চোখের পলকেই মাটিতে ছিটকে পড়ল দু’জন যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি সেন্টার থেকে বিকাশভবনের দিকে যাচ্ছিল একটি স্কুটার। সামনের একটি বাসকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় চালক। মুহূর্তে ধাক্কা মারে রাস্তার মাঝের ডিভাইডারে।

দু’জনই রাস্তার উপর পড়ে ছটফট করতে থাকেন। স্থানীয়রা ছুটে এসে খবর দেন বিধাননগর থানায়। পরে পুলিশ এসে গুরুতর আহত দু’জনকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের শরীরে বেশ কিছু চোট লেগেছে, একজনের মাথায়ও আঘাত।

Crime

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে—স্কুটারে থাকা দুই যুবকই ছিলেন মদ্যপ অবস্থায়। তাঁদের কাছ থেকে পাওয়া গন্ধ এবং আচরণ থেকেই সন্দেহ ঘনিয়েছে। এক অফিসার জানান, “ওভারস্পিডের পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়েছে। কেউ বলছেন, রাতে সল্টলেকের রাস্তা যেন রেস ট্র্যাক হয়ে যায়। কেউ আবার প্রশ্ন তুলছেন—পুলিশ টহল বাড়ালেও কেন এমন বেপরোয়া বাইক ও স্কুটারচালকরা নিয়ন্ত্রণে আসছে না?

সল্টলেকের এই দুর্ঘটনা ঘিরে এখন উঠছে নানা প্রশ্ন। রাতের শহরে এমন ‘নেশার গতি’র খেসারতই কি দিতে হচ্ছে সাধারণ মানুষকে?