বাংলার জন্য গুড নিউজ! শীঘ্রই এসি লোকাল ট্রেন চালু হচ্ছে

ভাড়া কত হবে জানেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
Mumbai_local_train_1644724849456_1644724849703

নিজস্ব সংবাদদাতা: গরমকাল এলেই ভয়ানক গরমে লোকাল ট্রেনে চিঁড়েচ্যাপ্টা হয়ে যাতায়াতের কষ্ট। ভিড় ট্রেনে অনেকে অসুস্থও হয়ে যায়। তাই বহুদিন ধরেই রেল এসি ট্রেন চালানোর কথা ভাবছিল। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত হচ্ছে। শিয়ালদা রুটে খুব তাড়াতাড়ি চালু করা হচ্ছে এসি লোকাল ট্রেন। পূর্ব ভারতে এটাই প্রথম লোকাল হবে যা এসিযুক্ত।

s

 জানা গেল যে কয়েক মাসের মধ্যেই নাকি শিয়ালদা রুটে এসি লোকাল চালু হবে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে এই সপ্তাহেই বাংলায় আনা হবে ১২ কোচের ট্রেনটিকে। রুটের টিকিট ১০ টাকা, সেটার ভাড়া এসির ক্ষেত্রে ৭ থেকে ১০ গুণ বেড়ে যেতে পারে।