/anm-bengali/media/media_files/pLEBnEfS0LNXt6ytEHKe.jpg)
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর আগে বাংলায় এসে পুজো উদ্বোধনে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সময়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন বিদ্যাসাগর কলেজে, বাংলার সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তী পালনে। সেখানে দাঁড়িয়ে তিনি ফের মনে করালেন ২০১৯ সালের সেই বিতর্কিত ঘটনা—বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কথা।
অভিষেক বলেন, “আজকের এই কর্মসূচি রাজনৈতিক নয়। কিন্তু ২০১৯ সালে যাঁরা বাইরে থেকে এসে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তাঁদের নেতৃত্বে কারা ছিল, তা বাংলার মানুষ জানে। বিদ্যাসাগর নবজাগরণের অগ্রদূত, বাল্যবিবাহ রোধ করেছিলেন, মেয়েদের শিক্ষার জন্য লড়েছিলেন। অথচ উত্তর ভারতের সংস্কৃতি চাপিয়ে দিয়ে বাংলার শ্রেষ্ঠ সমাজসংস্কারকের মূর্তি ভেঙে দিয়েছিল বিজেপির নেতারা। মানুষই তাদের জবাব দিয়েছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/FKit7uTFQyr21v2FERmd.jpg)
তিনি সরাসরি অমিত শাহকে নিশানা করে বলেন, “আপনি মাত্র দশ মিনিট দূরে গিয়ে দুর্গাপুজো উদ্বোধন করলেন। অথচ আজ বিদ্যাসাগরের জন্মদিনে এখানে আসার দরকার মনে করলেন না। এই কারণেই আমরা বলি, আপনারা বাংলা-বিরোধী। আপনারা রবীন্দ্রনাথ, রাজা রামমোহন, বিদ্যাসাগরের অবদান জানেন না। অথচ এখন বাংলায় পুজো উদ্বোধন করতে আসছেন। মনে রাখতে হবে, আমাদের সরকারই দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি পাইয়ে দিয়েছে।”
অবশ্য অমিত শাহ নিজে বিদ্যাসাগর কলেজে না গেলেও বক্তব্যে বিদ্যাসাগরকে স্মরণ করেছেন। তাঁর কথায়, “আজ বিদ্যাসাগরের জয়ন্তী। তিনি বাংলার শিক্ষাব্যবস্থা, বাংলা ভাষা ও নারীদের শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাঁকে আমি মন থেকে প্রণাম জানাই।”
তবে অভিষেক এখানেই থামেননি। তাঁর দাবি, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শুধু তাই নয়, বাঙালির স্বার্থ ও পরিচয় নিয়ে বিজেপির ভূমিকারও কড়া সমালোচনা করেন তিনি।
হাইকোর্টের এক নির্দেশের প্রসঙ্গ টেনে এনে অভিষেক বলেন, “বীরভূমের এক গর্ভবতী মহিলা-সহ ছয়জনকে বাংলাদেশি বলে সীমান্তে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু হাইকোর্ট জানিয়েছে, এই পদক্ষেপ অবৈধ। তাদের চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে আদালত। এভাবেই বাংলার মানুষকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আগে ক্ষমা চাইুন, তারপর কালীঘাটে গিয়ে প্রণাম করুন।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us