শেষ রক্ষা হল না! কাকে বাঁচাতে গিয়ে আট তলা ছাদ থেকে পড়লেন যুবতী

একটি আবাসনের আট তলাক ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবতীর। জানা গিয়েছে, বিড়ালকে উদ্ধার করতে গিয়ে তিনি আট তলার ছাদে ওঠেন। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে নীচে নেমে যান।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: পোষ্যকে বাঁচাতে গিয়ে আট তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবতীর। মৃতের নাম অঞ্জনা দাস। সোমবার লেক অ্যাভিনিউ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, মহিলার বাড়ি শরৎ বোস রোড এলাকায়। মাস দুয়েক ধরে তিনি লেক অ্যাভিনিউয়ের এই আবাসনে মায়ের সঙ্গে ভাড়া থাকছিলেন। তাঁদের সঙ্গে অনেককটি বিড়াল ছিল। স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত থেকে একটি বিড়ালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে তিনি জানতে পারেন, বিড়ালটি সাততলার কার্নিশে আটকে পড়েছে। তিনি বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে তিনি আটতলা থেকে নীচে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।