বিসর্জনের পথে মর্মান্তিক দুর্ঘটনা! হাইট বারে ধাক্কা খেয়ে মৃত্যু বেহালার যুবকের

বিসর্জনে যাওয়ার পথে হাইট বারে ধাক্কা খেয়ে মৃত্যু বেহালার যুবকের।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg


নিজস্ব সংবাদদাতা: বিসর্জনের আনন্দই কাল হয়ে দাঁড়াল এক যুবকের জীবনে। প্রতিমা নিরঞ্জনের পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে আলিপুর চিড়িয়াখানার দিক থেকে রেসকোর্সগামী রাস্তায়।

চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ কলকাতার বেহালা এলাকায়। জানা গিয়েছে, বেহালা সেনহাটি দুর্গোৎসব কমিটির সদস্য উৎসব চট্টোপাধ্যায় বিসর্জন শোভাযাত্রার সঙ্গেই যাচ্ছিলেন।

dead

চিড়িয়াখানার পর সেতুর কাছে হাইট বারের সঙ্গে ধাক্কা লেগে হঠাৎই নিচে পড়ে যান তিনি। মাথায় গুরুতর আঘাত পান উৎসব। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আনন্দে ভরা দুর্গোৎসব শেষ হল চোখের জলে ও শোকে।