New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নবান্ন অভিযানের দিনেই পুলিশের কড়া পদক্ষেপ। বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছ থেকে এক শিক্ষিকাকে আটক করেছে পুলিশ। ওই শিক্ষিকা নবান্নর দিকে এগোতেই সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়।
নবান্ন চত্বর পুরোপুরি নিরাপত্তায় মোড়া। একের পর এক মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ ও র্যাফ বাহিনী। কোনওভাবেই যাতে আন্দোলনকারীরা নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারেন, তার জন্য তৈরি পুলিশ প্রশাসন।
/anm-bengali/media/media_files/HWQGpdcU9aDY7DGNH4qk.jpg)
এদিকে, ধর্মতলা অঞ্চলেও কয়েকজন আন্দোলনকারী জড়ো হয়েছিলেন। সেখান থেকেও তাঁদের তুলে নিয়ে যায় পুলিশ। নবান্ন অভিযান ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে ধরপাকড়, যা ঘিরে ক্ষোভ বাড়ছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা মহলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us