কী হয়েছিল এক্সকারশনে, নিখোঁজ আশুতোষ কলেজের পড়ুয়া

পাঁচ অধ্যাপক ও ৩৮ জন পড়ুয়াকে নিয়ে ঝাড়খণ্ডের কিরিবুরু লোহা খনিতে গিয়েছিলেন এক্সকারশনের জন্য। সেখানে গিয়েই নিখোঁজ হয়ে যান তারাশঙ্কর। কেওনঝড়ের কুণ্ডলি ড্যামে সেলফি তুলতে গিয়ে পড়ে গিয়েছেন তারাশঙ্কর।

New Update
ashutosh college .jpg

নিজস্ব সংবাদদাতা: এক্সকারশনে গিয়ে নিখোঁজ হলেন আশুতোষ কলেজের পড়ুয়া তারাশঙ্কর সরকার। তিনি হুগলির আরামবাগের বাসিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার পাঁচ অধ্যাপকের সঙ্গে কলেজের ৩৮ জন পড়ুয়াঝাড়খণ্ডের কিরিবুরু লোহা খনিতে গিয়েছিলেন। ট্যুর শেষে বৃহস্পতিবার বাড়ি ফেরার কথা ছিল। কলেজ সূত্রে জানা গিয়েছে, ফেরার পথে কেওনঝড়ের কুণ্ডলি ড্যামে গাড়ি দাঁড়ায়। সেখানে তারাশঙ্কর ও অন্য একজন সেলফি তুলতে গিয়ে ড্যামে পড়ে যান। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু তারাশঙ্কর সাঁতার জানত না। তারাশঙ্করকে উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সারাদিন কুণ্ডলি ড্যামে তল্লাশি চালিয়েও তারাশঙ্করের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তারাশঙ্করের পরিবার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন।