/anm-bengali/media/media_files/UAPJ4eZpdctUYjB6i7s4.webp)
নিজস্ব সংবাদদাতা: আরজি করে নারকীয় হত্যাকাণ্ডের একমাস হয়ে গিয়েছে। এখনও সিবিআই তদন্ত করেই যাচ্ছে। অন্যদিকে নাগরিক সমাজ বিক্ষোভ দেখাচ্ছেন। আজকেও ধর্মতলা, যাদবপুর সহ রাজ্যের একাধিক জায়গায় রাত জেগে বিভোক্ষ দেখাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে, সোমবার আরজি কর থেকে বের হতেই এক পড়ুয়া সিবিআইকে দেখে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। যদিও আরজি করের অন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, ওই পড়ুয়া তাঁদের কলেজের নয়।
সিবিআই সোমবারও তদন্তের স্বার্থে আরজি করে এসেছিল। সেখান থেকে বের হতেই বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। এক মহিলা বিক্ষোভকারী বলেন, "আমার বোনের বিচার চাই।" আর এক মহিলা বিক্ষোভকারী বলেন, "আপনারাই এখন আমাদের ভরসা। আমাদের বিচার দিন।" সেই সময় এক পড়ুয়া সিবিআইয়ের গাড়ির সামনে চলে আসেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তিনি বলেন, "তোর বোনের সঙ্গে এরকম হলে কী করতিস।"
প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওযা জন্য নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, যদি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ না দেন, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এই বিষয়ে কী সিদ্ধান্ত নিতে চলেছেন, সেই বিষয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।
অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সাতদিন আগে সিপি নিজে এসেছিলেন আমার কাছে পদত্যাগ করতে। কিন্তু সামনে পুজো। ল’ অ্যান্ড অর্ডারটা বড় বিষয়। যিনি দায়িত্বে থাকবেন, তাঁকে তো বিষয়টা জানতে হবে। পুজোর সময়। কিছুদিন ধৈর্য ধরলে কী হয়? আপনারা ঠিক করবেন, সবাইকে বদলাতে হবে? আপনি ১০টা দাবি দিতে পারেন। আমি ৫টা করতে পারি, ৫টা নাও করতে পারি।”
/anm-bengali/media/media_files/iWXwH36vmSNIzUB6pcyi.jpg)
সুপ্রিম কোর্টে সিবিআই যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে, সেই সময় মুখ্যমন্ত্রী পুলিশের প্রশংসা করেন। নবান্নে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের প্রশংসা করেন। তিনি বলেন, পুলিশকে সংযত থাকার নির্দেশ দিয়েছিলেন। পুলিশের রক্ত ঝরেছিল। কিন্তু পুলিশ কারও রক্ত ঝরায়নি। পাশাপাশি তিনি মন্তব্য করেন, পুলিশ রাত জেগে দুর্গাপুজোতে ডিউটি করেন। পুলিশ দুর্ঘটনার সময় রাত জেগে ডিউটি করেন। প্রাকৃতিক বিপর্যয়ের সময় সারারাত পুলিশ থাকে। এখন এই আন্দোলনের জন্য সারারাত জেগে পুলিশকে থাকতে হবে কেন? পাশাপাশি তিনি বলেন, অনেক হয়েছে আন্দোলন এবার পুজোতে ফিরুন। এবার উৎসবে ফিরুন। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বান রাজ্যের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এর তীব্র বিরোধিতা করেছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যের জেরে প্রতিবাদের ঝড় উঠেছে।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us