আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকা না আততায়ী! শপিংমলে হানা পুলিশের

ডোরিনা ক্রসিংয়ের ধারে একটি শপিং মলে চাকরিহারা আন্দোলনকারীদের খুঁজতে তল্লাশি অভিযান চালায় পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: পুলিশ এদিন সন্দেহভাজনদের চিহ্নিত করে একের পর এক ধরপাকড় চালায়। ডোরিনা ক্রসিংয়ের ধারে একটি শপিং মলে ঢুকে পড়ে পুলিশ বাহিনী। সেখানেও খুঁজে বের করা হয় চাকরি হারানো আন্দোলনকারীদের। এরপরই শুরু হয় আটক প্রক্রিয়া। একে একে সকলকে তোলা হয় প্রিজন ভ্যানে। মুহূর্তেই ভরে যায় গোটা ভ্যান। এছাড়াও ধর্মতলা মেট্রো স্টেশনের কাছে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে ধর্মতলা বাসস্ট্যান্ডের কাছে নজরদারি। পুলিশ ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছে কয়েক জন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাকে আটক করেছে বলে জানা গিয়েছে। ধর্মতলা চত্বরে পুলিশ জনে জনে মোবাইল চেক করছে বলে জানা গিয়েছে। 
Kolkata police