থানা থেকে মাত্র ৩০০ মিটার দূরে কোটি টাকার ডাকাতি! রুদ্ধশ্বাস কাণ্ড উল্টোডাঙায়

উল্টোডাঙ্গায় থানা থেকে ৩০০ মিটার দূরে কোটি টাকার ডাকাতির ঘটনা ঘটেছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা:  উত্তর কলকাতার উল্টোডাঙা মোড়ে একটি বাড়িতে রাতের অন্ধকারে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতির ঘটনা। থানা থেকে মাত্র ৩০০ মিটার দূরত্বে অবস্থিত ওই বাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। অভিযোগ, নগদ টাকা ও গয়না মিলিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার জিনিসপত্র লোপাট হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে এক মাড়োয়ারি দম্পতি থাকেন। শহরের অন্যতম ব্যস্ত রাস্তার ধারে ওই বাড়ির একাধিক ঘরের আলমারি খুলে দুষ্কৃতীরা টাকার বান্ডিল ও গয়না এক জায়গায় জড়ো করে। তারপর বেছে বেছে শুধু সোনা, হীরের গয়না এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা।

ultadanga police

পরিবারের অভিযোগ, এত বড় অঙ্কের লুটপাট হলেও পুলিশি টহল ছিল না বললেই চলে। থানা কাছেই হলেও কেউ কিছু টের পায়নি। সকালবেলা ঘুম ভাঙার পরই তারা বুঝতে পারেন যে জানালার গ্রিল কাটা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উল্টোডাঙা থানায়।

পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই লুটপাটে জড়িত, তা জানতে বাড়ির আশপাশে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।