/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মূক ও বধিরদের চিকিৎসা নিয়ে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। অভিযোগে বলা হয়েছে, রাজ্যের একাধিক সরকারি হাসপাতালের ইএনটি (কান-নাক-গলা) বিভাগে দীর্ঘদিন ধরে দুর্নীতির চক্র চলছে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে মূক ও বধির রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিচারপতি রাজশেখর মান্থা মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছে কড়া জবাব চেয়েছেন। তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।
অভিযোগ উঠেছে, ককলিয়ার ইমপ্ল্যান্ট ও অন্যান্য বিশেষ চিকিৎসা প্রক্রিয়ায় অনিয়ম এবং অর্থ লেনদেন চলছে। এর ফলে বহু দরিদ্র রোগী সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না।
এই মামলার পর এখন নজর আদালতের নির্দেশে রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্টে। সেই রিপোর্টেই স্পষ্ট হবে সরকারি হাসপাতালের চিকিৎসায় সত্যিই দুর্নীতির ছাপ রয়েছে কি না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us