/anm-bengali/media/media_files/8SLEQlI0Jl048hMHQFxl.jpg)
নিজস্ব সংবাদদাতা: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। অন্যদিকে, আরজি কর কাণ্ডে প্রতিবাদ, মিছিল অব্যাহত রয়েছে। সেই প্রতিবাদ মঞ্চ থেকে জয়নগরের ১০ বছরের নাবালিকার বিচার চেয়ে স্লোগান উঠল। স্লোগান উঠল জাস্টিস ফর মহিষমারি।
জানা গিয়েছে, জয়নগর থানার ক্লাস ফোরে পড়া এক ছাত্রী টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে, পুলিশের কাছে সেই অভিযোগ জানাতে গেলে, তা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি। পরে বলা হয়, জয়নগর থানায় অভিযোগ জানাতে হবে। এরপর বাড়ির কাছে একটা জলাজমি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়। ওই নাবালিকার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এরপরেই জয়নগরের মানুষ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। স্থানীয় মহিলারা ঝাঁটা নিয়ে পুলিশকে তেড়ে যায়। পুলিশ চৌকি ভাঙচুর করে। পুলিশ চৌকির সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অন্যদিকে, দেহ কাটাপুকুর মর্গে নিয়ে গেলে সেখানেও অশান্তির সৃষ্টি হয়। ছাত্রীর দেহ সংরক্ষণের দাবি করা হয়। পুলিশ বাম নেত্রী দিপ্সীতা ধরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ছাত্রীর দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালের সামনে ধরনায় বসেন। পুলিশ একাধিক বাম কর্মী সমর্থকের মেরে মুখ ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। সাংবাদিকদের ক্যামেরার ওপর পুলিশ আক্রমণ করেছে বলে অভিযোগ।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us