/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আর কয়েক সেকেন্ডের জন্যই হয়তো ঘটে যেত বড়সড় দুর্ঘটনা। রবিবার সকালে বিমানবন্দর এলাকায় চলন্ত একটি সরকারি বাসে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। প্রাণ বাঁচাতে সবাই হুড়োহুড়ি করে বাস থেকে নামতে শুরু করেন।
ঘটনাটি ঘটে SBSTC-র বারাসত–গড়িয়া রুটের একটি বাসে। বাসটি কলকাতার দিকে এয়ারপোর্ট হোটেল ক্রসিং-এর সামনে পৌঁছনোর সময় হঠাৎ শর্ট-সার্কিট হয় এবং তাতেই আগুন ধরে যায়। সেই মুহূর্তে বাসের ভিতরে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। আগুন লাগার কথা শুনেই যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন এবং দ্রুত নেমে পড়েন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/10/bus-fire-2025-08-10-12-46-51.jpg)
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে দু’জন যাত্রী আহত হয়েছেন, তবে কোনও মৃত্যুর খবর নেই।
বাসে আগুন লাগার ঘটনা এর আগেও ঘটেছে। কিছুদিন আগে পাইকপাড়ায় একটি এসি বাসে শর্ট-সার্কিট থেকে আগুন লাগে। সেদিনও বাসে থাকা বহু যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন এবং তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us