New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আজ শিয়ালদা থেকে বড়সড় মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। প্রতিবাদ হবে অর্ধনগ্ন অবস্থায়। সকাল ১১টা নাগাদ মিছিল শুরু হওয়ার কথা, তবে তার আগেই গোটা শিয়ালদা চত্বরে মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী। হাজির হাডির ৪ নম্বর ডিভিশনের ডেপুটি কমিশনারও।
শুরু থেকেই পুলিশের কড়া নজর। মিছিল যাতে শিয়ালদা চত্বর ছাড়তে না পারে, সেই চেষ্টা চলছে পুরোদমে। ইতিমধ্যে আন্দোলনকারীদের বেছে বেছে আটক করতে শুরু করেছে পুলিশ। যাকেই আন্দোলনকারী বলে সন্দেহ করা হচ্ছে, তাকেই প্রিজন ভ্যানে তোলা হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/05/17/Fu5zKcfYISwGbb4eEU0B.jpg)
চাকরিহারাদের এই বিক্ষোভ শুধুই আর চাকরির দাবি নয়, এটা এখন মর্যাদা আর অস্তিত্বের লড়াই। আর সেই লড়াই দমাতে পুলিশ নামাচ্ছে দমননীতির অস্ত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us