SSC-র নতুন নিয়োগে বড় আইনি মোড়! চাকরিপ্রার্থীরা ছুটলেন সুপ্রিম কোর্টে – এবার কী হবে?

সুপ্রিম কোর্টের পথে হাঁটলেন চাকরিপ্রার্থীদের একাংশ।

author-image
Tamalika Chakraborty
New Update
Supreme court

নিজস্ব সংবাদদাতা: স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধি ঘিরে ফের বড় আইনি লড়াইয়ের পথে হাঁটলেন চাকরিপ্রার্থীদের একাংশ। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। দায়ের হয়েছে স্পেশাল লিভ পিটিশন (SLP)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।

সম্প্রতি কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ সরকারি এবং সরকার-অনুদানপ্রাপ্ত স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের জন্য ১০ নম্বর অতিরিক্ত বরাদ্দ এবং বয়সে ছাড় দেওয়ার এসএসসি-র সিদ্ধান্তে সিলমোহর দেয়। তবে একইসঙ্গে তারা স্পষ্ট করে দেয়, পুরনো ২৬ হাজার বাতিল নিয়োগের মামলায় যাঁরা ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত হয়েছেন, তাঁদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার অনুমতি নেই।

এই রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রীতিমতো চ্যালেঞ্জের পথে হাঁটলেন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, এই বিশেষ ছাড় শুধুমাত্র একটি শ্রেণির প্রার্থীদেরই বাড়তি সুবিধা দিচ্ছে, যা বাকিদের প্রতি অবিচার। আর সেই কারণেই তাঁরা এই রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে ন্যায়বিচার চাইলেন।

teachers protest

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ৩০ মে এসএসসি নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করে। অনলাইন আবেদন শুরু হয় ১৬ জুন থেকে, যা পরে বাড়িয়ে শেষ দিন করা হয় ২১ জুলাই পর্যন্ত।

এই মামলার ভবিষ্যত শুনানি এবং চূড়ান্ত রায়ের দিকে এখন তাকিয়ে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী। সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল এবং চরম উত্তেজনা।