/anm-bengali/media/media_files/uLjzeANphJztqzU8u679.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে বলেন, "পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলি মহিলাদের জন্য অনিরাপদ। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণী ডাক্তারকে নৃশংস ধর্ষণ ও খুনের পর, ২৬ বছর বয়সী এক মহিলা কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এ শ্লীলতাহানির শিকার হয়েছেন। ভুক্তভোগী একজন স্বাস্থ্যকর্মী শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যখন তিনি তাঁর অসুস্থ শিশুর পাশে ঘুমাচ্ছিল, সেই সময় তাঁর শরীরের একাধিক জায়গায় হাত দেওয়া হয়। তাঁর মোবাইলে ছবি তোলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালগুলি চালান, নিরাপত্তা বৃদ্ধির জন্য জুনিয়র ডাক্তারদের দাবি মানতে নারাজ।"
West Bengal run Govt hospitals remain unsafe for women.
— Amit Malviya (@amitmalviya) September 15, 2024
After the brutal rape and murder of a young woman doctor at RG Kar Medical College & Hospital, a 26-year-old woman is now molested at the Kolkata Institute of Child Health.
The victim was molested by a health worker, when… pic.twitter.com/cDvfXzs2bn
/anm-bengali/media/media_files/ZhkmytNbvDUkUklOI7Ip.jpg)
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা নির্যাতিতার তরুণীর বিচার সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলন করে চলেছেন। সেই আন্দোলনকে সমর্থন করছেন অগুনতি সাধারণ মানুষ। প্রসঙ্গত, মঙ্গলবার সুপ্রিম শুনানি । তার আগে কলকাতার একাধিক জায়গা সহ নৈহাটিতে বিচার চেয়ে মিছিল করছেন রাজ্যের সাধারণ মানুষ। করুণাময়ী থেকে নার্সরা বিচার চেয়ে মিছিল করেন। তারপরেই জুনিয়র চিকিৎসকরা মিছিল করেন সেন্ট্রাল পার্ক থেকে। সেন্ট্রাল পার্ক থেকে জুনিয়র চিকিৎসকদের মিছিলে যোগ দেন সাধারণ মানুষ। পাশাপাশি গড়িয়াতে একটি মহামিছিল হয়। সেই মিছিল গড়িয়া স্টেশন থেকে রুবি পর্যন্ত যাবে। অন্যদিকে, যাদবপুর থেকে মিছিল শুরু হয়েছে গড়িয়াহাট পর্যন্ত। বৃষ্টি ভেজা কলকাতা শহরের রাস্তা স্লোগানে মুখরিত। অন্যদিকে, ধর্মতলা থেকে মিছিল বের করেন একাধিক স্কুলের প্রাক্তনীরা। অন্যদিকে, আগের রবিবার নৈহাটিতে নাগরিক সমাজের মিছিলে হামলা হয়। তারই প্রতিবাদে ও তিলোত্তমা কাণ্ডে বিচার চেয়ে ফের সেখান থেকেই মিছিল বের হয়। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। বিচার চেয়ে যাদবপুরে মিছিল অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us