নিজস্ব সংবাদদাতা: শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেহ পাচারের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। কুমোরটুলির পর এবার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ঘোলা এলাকায় এক ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ। মৃতদেহের হাত, পা ও মুখ টেপ দিয়ে শক্ত করে বাঁধা ছিল।
সূত্রের খবর, দুই দুষ্কৃতী এক অ্যাপ ক্যাব বুক করে আকাশি রঙের ট্রলি ব্যাগে দেহ পাচারের চেষ্টা করছিল। নাগেরবাজার থেকে ওঠা ওই যাত্রীরা গন্তব্য হিসেবে জানিয়েছিল ঘোলার খেপলির বিল। তবে চালকের সন্দেহ হয় এবং তিনি পুলিশের জরুরি নম্বর ১০০-তে ফোন করতে উদ্যত হন। তখনই এক দুষ্কৃতী গাড়ি থেকে পালিয়ে যায়, তবে অন্যজনকে ধরে ফেলেন চালক। পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম করণ সিংহ, বাড়ি রাজস্থানে। তদন্তে জানা গিয়েছে, ট্রলি ব্যাগের সঙ্গে পাওয়া গিয়েছে নগদ ৬৫ হাজার টাকা, রক্তমাখা প্লাস্টিক, ছুরি, নাইলনের দড়ি ও বস্তাভর্তি কুর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই হত্যার পিছনে কী উদ্দেশ্য, কার দেহ উদ্ধার হয়েছে, আর কোন কোন ব্যক্তি জড়িত—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)