স্বাধীনতা দিবসের উদযাপন থেকে সরাসরি হাসপাতালে! কী হল সেই মঞ্চে?

রেড রোডে কুচকাওয়াজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ৩৫ জন পড়ুয়া।

author-image
Tamalika Chakraborty
New Update
sskm student

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসের সকালে হঠাৎ করেই কলকাতার এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে তৎপরতা বেড়ে যায়। একের পর এক অ্যাম্বুল্যান্স ঢুকতে থাকে হাসপাতালে। চিকিৎসকদের মুখে স্পষ্ট উত্তেজনার ছাপ। জানা যায়, একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৩৫ জন পড়ুয়া। তারা রেড রোডে আয়োজিত ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। অনুষ্ঠান চলাকালীনই হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়ে। এরপর দ্রুত তাদের রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ নিয়ে আসা হয়।

sskm.jpg

হাসপাতাল কর্তৃপক্ষ সঠিক সংখ্যা জানায়নি, তবে সূত্রের খবর— অসুস্থদের সংখ্যা অন্তত ৩৫ জন। চিকিৎসকদের ধারণা, এই সংখ্যা বাড়তেও পারে বা কিছুটা কমতেও পারে। ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে চিকিৎসকরা প্রত্যেককে পর্যবেক্ষণে রেখেছেন।