দিনের আলোয় কলকাতা শহরে বড় ধরনের ডাকাতি! মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ তিন কেজি সোনা

কলকাতার সিঁথিতে দুঃসাহসিক সোনা লুঠ। স্বর্ণ ব্যবসায়ীর স্কুটারের ডিকি থেকে বন্দুকের মুখে প্রায় ৩ কেজি সোনার গয়না ছিনতাই। স্কুটার উদ্ধার করেছে পুলিশ, দুষ্কৃতীরা ফেরার। তদন্তে নেমেছে পুলিশ, চলছে তল্লাশি।

author-image
Tamalika Chakraborty
New Update
gunfire

নিজস্ব সংবাদদাতা:  কলকাতার বুকেই সিনেমার মতো দুঃসাহসিক ছিনতাই। সিঁথি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ করা হল প্রায় তিন কেজি সোনার গয়না। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ী মহলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে একটি ওয়ার্কশপের সামনে। ওই ব্যবসায়ী তাঁর স্কুটারের ডিকিতে সোনার গয়না রেখে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই আচমকা দুই দুষ্কৃতী এসে তাঁকে গানপয়েন্টে নেয়। মুহূর্তের মধ্যেই স্কুটার-সহ সোনা নিয়ে চম্পট দেয় দু'জন। একজন দুষ্কৃতী স্কুটার চালিয়ে পালায়, আর অন্যজন দৌড়ে অন্য দিকে সটকে পড়ে।

ঘটনার পর খবর যায় পুলিশে। রাতেই তৎপরতা শুরু হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় ওই স্কুটার। তবে সোনা বা দুষ্কৃতীদের এখনও পাওয়া যায়নি। স্কুটার হাতে পাওয়ার পরই তদন্তে নতুন মোড় এসেছে বলে জানাচ্ছে পুলিশ। সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে, এলাকাজুড়ে চলছে তল্লাশি।

kolkata police edit .jpg

ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দিনের বেলাতেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তা কোথায়? পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার না করলেও তদন্তকারীদের দাবি, খুব শিগগিরি ধরা পড়বে দুষ্কৃতীরা।

আপাতত উদ্ধার হওয়া স্কুটারই পুলিশের বড় সূত্র। সেই সূত্রে দুষ্কৃতীদের খোঁজে নেমেছে গোয়েন্দারা। কলকাতার রাস্তায় প্রকাশ্যে বন্দুক দেখিয়ে এমন সাহসী লুঠ—এই ঘটনা স্পষ্ট বুঝিয়ে দিল, শহরের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠছে।