তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ১০০ ভরি সোনা! কী বলছেন বিরোধীরা

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে সিবিআই তৃণমূল বিধায়কের বাড়ি থেকে ১০০ ভরি সোনা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। সঙ্গে ২৮ লক্ষ টাকা নগদ। ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা।

New Update
 gold recovery .jpg

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়কের বাড়িতে তাল তাল সোনার হদিশ পেল সিবিআই। প্রায় ১৩ ঘণ্টা ধরে সিবিআই তল্লাশি চলায় ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুর ইসলামের বাড়িতে। সেখান থেকে প্রায় ২৮ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় প্রচুর সোনা। স্থানীয় সোনার দোকানের এক কর্মীকে নিয়ে এসে উদ্ধার হওয়া সোনার মূল্য নির্ধারণ করতে বলে সিবিআই। কিন্তু সোনার দোকানের কর্মী এত সোনা দেখে তার মূল্য তিনি নির্ধারণ করতে পারেননি। সিবিআই সূত্রের অনুমান ১০০ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। কিন্তু কোনও উপযুক্ত নথি এই সোনার উদ্দেশ্যে দিতে পারেনি তৃণমূল বিধায়ক। সেই কারণে নথি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে, তৃণমূল বিধায়কের বাড়ি থেকে এত ব্যাপক পরিমাণে সোনা উদ্ধারের ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল নেতা কুণাল ঘোষ মন্তব্য করেছেন, দলের কোনও নেতা বা বিধায়কের কোনও দুর্নীতি সহ্য করা হবে না। ওই বিধায়ক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।