/anm-bengali/media/media_files/2025/07/04/mamdani-aa-2025-07-04-13-26-07.jpg)
নিজস্ব সংবাদদাতা: নিউ ইয়র্ক শহরের মেয়র পদে প্রার্থী হিসেবে লড়াই করছেন মার্কিন রাজনীতিক ও ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। এবার তিনি সরাসরি আক্রমণ করলেন ব্রিটেনের সরকারি সম্প্রচার মাধ্যমকে। মামদানির অভিযোগ, আন্তর্জাতিক সংবাদ কাভারেজে পক্ষপাতিত্বের চিত্র দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
তিনি বলেন, ব্রিটিশ সংবাদমাধ্যম প্রতিনিয়ত হুতি ও হামাসের নামের আগে “ইরান-সমর্থিত” বা “ইরান-সমর্থিত হুতি” এবং “হামাস-চালিত হাসপাতাল” — এই ধরনের সংজ্ঞা ব্যবহার করে, যেন একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়া হচ্ছে দর্শকদের ওপর। অথচ যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা ইসরায়েলি সামরিক বাহিনী IDF-এর কথা আসে, তখন সংবাদমাধ্যমটি চুপ করে থাকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/27/mamdani-2025-06-27-07-53-30.jpg)
মামদানি প্রশ্ন তোলেন, “নেতানিয়াহু একজন অভিযুক্ত যুদ্ধাপরাধী— কেন ব্রিটিশ সংবাদমাধ্যমটি তাঁর নামের পাশে এই পরিচয়টি কখনও উল্লেখ করে না? কেন বলা হয় না ‘যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েলি বাহিনী’?”
মামদানির এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর এই সাহসী অবস্থানকে প্রশংসা করছেন এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর পক্ষপাতমূলক বর্ণনার বিরুদ্ধে আরও স্বচ্ছতা দাবি করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us