/anm-bengali/media/media_files/2024/12/19/7apVRPafcKI1gAsQOtNF.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস, দেশজুড়ে দুই দিন ধরে চলমান কর ও শুল্ক কর্মীদের ধর্মঘট অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এই ধর্মঘটের ফলে কর আদায় কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে চট্টগ্রাম বন্দরসহ দেশের প্রধান প্রধান বাণিজ্য কেন্দ্রে শুল্ক কার্যক্রমে ভয়াবহ প্রভাব পড়েছে ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এখনই কাজে ফিরতে হবে এবং জাতীয় স্বার্থবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। অন্যথায় সরকার জনগণ ও জাতীয় অর্থনীতির স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।" তবে বিবৃতিতে ওই 'কঠোর পদক্ষেপের' বিস্তারিত কিছু জানানো হয়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/22/y080BaOljbj76oVgCyQz.webp)
উল্লেখ্য, এই উত্তাল পরিস্থিতির সূচনা ঘটে গত ১২ মে, যখন সরকার জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ভেঙে দিয়ে নতুন রাজস্ব বিভাগ গঠনের ঘোষণা করে। সরকারের দাবি, এই কাঠামো পরিবর্তনের মাধ্যমে কর ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও সংঘাতমুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্মীদের মতে, এই হঠাৎ রদবদলের মাধ্যমে তাঁদের চাকরি ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে, যা থেকেই এতো বড় পরিসরে আন্দোলনের সূত্রপাত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us