নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ ক্রমেই তীব্র হচ্ছে। ঢাকায় সরকার বিরোধী মিছিল, সভা-সমাবেশ পুরোপুরি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ইউনুসের সরকারি বাসভবন ‘যমুনা গেস্ট হাউস’ এবং বাংলাদেশ সচিবালয়সহ আশেপাশের এলাকাও অনির্দিষ্টকালের জন্য ঘিরে ফেলা হয়েছে।
নতুন এক সরকারি নির্দেশ অনুযায়ী, কোনো কর্মচারী অনিয়ম করলে তাঁকে ১৪ দিনের মধ্যে বিচার ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা যাবে — এই আইনকে ‘কালো আইন’ বলে বিক্ষোভে ফেটে পড়েছেন সরকারি কর্মীরা। তাঁদের দাবি, এই আইন অবিলম্বে বাতিল করতে হবে।
/anm-bengali/media/media_files/2024/12/19/7apVRPafcKI1gAsQOtNF.jpg)
ডিএমপি কমিশনার এস এম সাজ্জাদ আলী জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা ‘জননিরাপত্তা ও প্রধান উপদেষ্টার সুরক্ষার স্বার্থে’। এর আগেও, ১০ মে ঢাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও বর্ডার গার্ড মোতায়েন করা হয়েছিল।
এদিকে ঈদের ছুটিতে আন্দোলন কিছুটা স্তিমিত হলেও, সরকারি কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন—১৫ জুনের মধ্যে দাবি না মানলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বলেছেন, ভবিষ্যতে আন্দোলন হবে আরও ভয়ঙ্কর।