নিজস্ব সংবাদদাতা: চীন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল—তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা স্বাগত জানাতে প্রস্তুত। চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন শুক্রবার বলেন, “চীন ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিয়ানজিনে এসসিও সম্মেলনের আয়োজন করবে। প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মেলনে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, সকল পক্ষের মিলিত প্রচেষ্টায় এই সম্মেলন হবে ঐক্য, বন্ধুত্ব ও ফলপ্রসূ সহযোগিতার এক স্মরণীয় মঞ্চ। এতে এসসিও প্রবেশ করবে উচ্চমানের উন্নয়নের এক নতুন যুগে, যেখানে ঐক্য, সমন্বয়, গতিশীলতা ও উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/gwixgvixyaa26es-2025-07-18-18-19-34.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ২০২০ সালে ভারত ও চীনা সেনার মধ্যে লাদাখ সীমান্তে সহিংস সংঘর্ষের পর এটাই হবে তাঁর প্রথম চীন সফর। ৩১ আগস্ট শুরু হওয়া এই সফরে তিনি সরাসরি তিয়ানজিনে যাবেন এবং দুই দিনের এই বৈঠকে অংশ নেবেন। এর আগে জুন মাসে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এসসিও-র মন্ত্রিসভা পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীন সফর করেছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us