মৃত্যুর পরও হাত ছাড়েনি! টেক্সাসের বন্যায় দুই বোনের হৃদয়বিদারক পরিণতি…

মৃতদেহ যখন উদ্ধার করা হয়, তখন দেখা যায় দুই বোন দুজনের হাত শক্ত করে ধরে রেখেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
texas flood

নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের কেন্দ্রীয় অঞ্চলে ভয়াবহ বন্যা যেন মৃত্যুপুরীতে পরিণত করল গোটা হিল কান্ট্রি এলাকাকে। গুয়াদালুপে নদীর হঠাৎ ভয়াবহ জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছেন অন্তত ৮২ জন। উৎসবের আমেজে থাকা জুলাইয়ের ৪ তারিখের ছুটির সপ্তাহান্ত মুহূর্তে পরিণত হলো এক অকল্পনীয় ট্র্যাজেডিতে।

এই দুর্ভাগ্যজনক ঘটনার মধ্যে দিয়ে সবার হৃদয় বিদীর্ণ করে তুলেছে দুই কিশোরী বোন ব্লেয়ার হার্বার (১৩) ও ব্রুক হার্বার (১১)-এর মর্মান্তিক মৃত্যু। মৃত্যুর পরও তাঁরা একে অপরের হাত ধরে ছিলেন—এ দৃশ্য যেন চোখে জল এনে দেয় গোটা দুনিয়ার।

ডালাস শহর থেকে আসা এই দুই বোন পরিবার নিয়ে গিয়েছিলেন একটি ক্যাম্পিং ট্রিপে। হান্ট অঞ্চলের একটি গেটেড কমিউনিটি ‘কাসা বোনিতা’-তে একটি কেবিনে ছিলেন তাঁরা। ঠিক তখনই হঠাৎ করে গর্জে ওঠে গুয়াদালুপে নদী। প্রবল স্রোতে ছিন্নভিন্ন হয়ে যায় সবকিছু। রাতারাতি উধাও হয়ে যান ব্লেয়ার ও ব্রুক।

texas flash flood

তাঁদের নিখোঁজ হওয়ার পর উদ্ধারকারী দল প্রায় ১৫ মাইল দূরে খুঁজে পায় দুই বোনের নিথর দেহ। চোখে জল এনে দেওয়া দৃশ্য—মৃত্যুর পরও একে অপরের হাত ধরে রেখেছে তারা। সেই মুহূর্ত যেন বলে দেয়, শেষ শ্বাস পর্যন্ত একে অপরকে ছেড়ে দেয়নি দুই ছোট্ট প্রাণ।

তাঁদের দাদু ও ঠাকুমা এখনও নিখোঁজ। আর এই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারের বেঁচে থাকা সদস্যরা, যদিও বোনদের বাবা-মা সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন।

গোটা ঘটনার তদন্ত করছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে কেন এত দ্রুত নদীর জলস্ফীতির পূর্বাভাস মেলেনি—সেটি নিয়ে উঠছে বড় প্রশ্ন।