ফাঁস হচ্ছে তথ্য! WhatsApp থেকে মুখ ফিরিয়ে নিল আমেরিকা, জানুন কেন ভয়ংকর বিপদের মুখে অ্যাপটি

সরকারি ল্যাপটপ, মোবাইল বা অন্য কোনও ডিভাইসে WhatsApp আর ব্যবহার করা যাবে না বলে নির্দেশ মার্কিন কংগ্রেসের।

author-image
Tamalika Chakraborty
New Update
whats app

নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রে এক বড় ধাক্কা খেল জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। হাউস অব রিপ্রেজেন্টেটিভস (মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ) তাদের সরকারি ডিভাইস থেকে WhatsApp ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। তথ্য সুরক্ষা ও সাইবার সিকিউরিটি সংক্রান্ত উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 

হাউসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (CAO) এক নির্দেশনামা জারি করে সমস্ত সরকারি কর্মচারীকে জানিয়ে দিয়েছেন—সরকারি ল্যাপটপ, মোবাইল বা অন্য কোনও ডিভাইসে WhatsApp আর ব্যবহার করা যাবে না। এমনকি কর্মীদের ব্যক্তিগত ফোনেও WhatsApp আনইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে।

white house.jpg

CAO-র অফিস থেকে পাঠানো ইমেইলে বলা হয়েছে, “WhatsApp ব্যবহারকারীদের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। কারণ এর ডেটা নিরাপত্তা পদ্ধতি স্বচ্ছ নয়, স্টোরড ডেটার এনক্রিপশন নেই এবং প্ল্যাটফর্মটিতে বিভিন্ন সাইবার হুমকির সম্ভাবনা রয়েছে।”

WhatsApp-এর বদলে এখন সরকারি কর্মীদের আরও সুরক্ষিত বার্তা পাঠানোর মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিকল্প অ্যাপগুলোর মধ্যে রয়েছে—Signal, Microsoft Teams, Wickr, Apple-এর iMessage এবং FaceTime। পাশাপাশি কর্মীদের ফিশিং আক্রমণ এবং অচেনা নম্বর থেকে আসা সন্দেহজনক মেসেজ নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে WhatsApp-এর জন্য মার্কিন বাজারে এক বড় সঙ্কট তৈরি হয়েছে, বিশেষত যখন বিশ্বজুড়ে তথ্য নিরাপত্তা ও ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে বিতর্ক তুঙ্গে।