অপরাধ কমলেও ট্রাম্পের ‘জরুরি অবস্থা’ ঘোষণা—ন্যাশনাল গার্ড দখল নিল রাস্তাঘাট!

ওয়াশিংটন ডিসিতে সেনা নামাল ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
trump poster


নিজস্ব সংবাদদাতা: ওয়াশিংটন ডিসিতে “ জরুরি অবস্থা” ঘোষণা করার একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় পদক্ষেপ নিলেন। তিনি শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন এবং সরাসরি ডিসি পুলিশের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন। মঙ্গলবার প্রায় ৮০০ জন ন্যাশনাল গার্ড সদস্য শহরে এসে পৌঁছেছে। কর্মকর্তাদের দাবি, এই মোতায়েন অন্তত ৩০ দিন চলবে। এর বেশি বাড়াতে হলে কংগ্রেসের অনুমতি লাগবে, যদিও ধারণা করা হচ্ছে ডেমোক্র্যাটরা তীব্রভাবে এর বিরোধিতা করবে।

trump

এই পদক্ষেপ এমন সময়ে এসেছে, যখন সরকারি পরিসংখ্যান দেখাচ্ছে—গত দুই বছরে ডিসিতে সহিংস অপরাধের হার ঐতিহাসিকভাবে কমেছে। তবুও সোমবার রাতে প্রায় ৮৫০ জন ফেডারেল অফিসার ও এজেন্ট শহরে “বৃহৎ আইন-শৃঙ্খলা অভিযান” চালান। হোয়াইট হাউস জানিয়েছে, অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগগুলির মধ্যে রয়েছে—খুন, অবৈধ অস্ত্র ব্যবহার, মাদক অপরাধ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং মেট্রো ট্রেনে ভাড়া না দেওয়া।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, এই অভিযান কেবল শুরু। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ডিসির প্রতিটি সহিংস অপরাধীকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে।