৩৩ বছরের মেয়র প্রার্থীর বিরুদ্ধে টাইমস স্কোয়ারে হুমকি! ওহাইও থেকে উঠল ‘স্বাধীনতার ডাক’

মামদানির সঙ্গে আর এক ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীর রাজনৈতিক দ্বন্দ্ব এখন বিলবোর্ডে।

author-image
Tamalika Chakraborty
New Update
ohio and new york


নিজস্ব সংবাদদাতা: নিউইয়র্কের টাইমস স্কোয়ারে চালু হতে চলেছে একটি বিল বোর্ড,যার বার্তা রীতিমতো চমকে দিয়েছে আমেরিকান রাজনীতির অন্দরমহল। বিলবোর্ডে লেখা — "Worried About Zohran? Ohio Is Waiting For You!" — অর্থাৎ, "জোরহান মামদানি নিয়ে চিন্তায়? ওহাইও আপনার জন্য অপেক্ষা করছে!"

এই প্রচার চালাচ্ছে "Vivek Super PAC — Victors, not Victims (VPAC)," যা রিপাবলিকান নেতা ও ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীর ওহাইও গভর্নর হওয়ার প্রচারে সক্রিয়।

বিলবোর্ডের মূল টার্গেট নিউইয়র্ক সিটির নবনির্বাচিত ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী ও সমাজতন্ত্রী জোরহান মামদানি। ৩৩ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত প্রগতিশীল রাজনীতিক বর্তমানে নিউইয়র্কের নতুন রাজনীতির এক মুখ, যিনি বামপন্থী নীতির পক্ষে সরব। ঠিক সেই জায়গাতেই তাঁর “সমাজতান্ত্রিক স্বৈরতন্ত্র”-এর বিরুদ্ধে তোপ দেগে ‘ওহাইও-তে চলে যান’ বার্তা ছড়াচ্ছেম পক্ষে থাকা এই PAC।

Mamdani

VPAC-এর প্রধান কৌশলবিদ অ্যান্ডি সুরাবিয়ান New York Post-কে জানিয়েছেন, “নিউইয়র্কের বাসিন্দারা যদি মনে করেন তাঁদের স্বাধীনতা এবং সমৃদ্ধি হুমকির মুখে, তবে তাঁদের জন্য ওহাইও অপেক্ষা করছে — যেখানে এক সাহসী, রক্ষণশীল নেতা রাজ্যের দায়িত্ব নিতে চলেছেন।”

নিউইয়র্কের রাজনীতিতে এই বিলবোর্ড একেবারে হট টপিক। অনেকেই একে রামাস্বামীর “সাংস্কৃতিক যুদ্ধ”-এর অংশ বলে মনে করছেন। অন্যদিকে প্রগতিশীলদের মতে, এটা শুধুই বিভাজনের রাজনীতি।