৭২ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প! কামচাটকায় ধ্বংসের চিত্র ভাইরাল, শিউরে উঠছে নেটদুনিয়া

৭২ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায়।

author-image
Tamalika Chakraborty
New Update
tsunami

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বুধবার ভোরে অনুভূত হল এক প্রবল ভূমিকম্প, যার মাত্রা ছিল ৮.৮ রিখটার স্কেলে। ভূমিকম্পের পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একের পর এক ভিডিও, যেখানে ধরা পড়েছে নারকীয় দৃশ্য—কম্পনের জেরে দুলছে বহুতল ভবন, আতঙ্কে চিৎকার করছে মানুষজন।

Delhi-Earthquake-Timing

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ৭৪ কিলোমিটার গভীরে, এবং সেটি ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কির দক্ষিণ-পূর্বে প্রায় ১৩৩ কিলোমিটার দূরে। রাশিয়ার ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এটি ১৯৫২ সালের পর এই অঞ্চলে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যায়, একের পর এক ভবন টানা কয়েক সেকেন্ড ধরে কেঁপে উঠছে। ধ্বংসস্তুপে পরিণত হওয়ার মুখে অনেক কাঠামো। আতঙ্কিত মানুষজনকে পালাতে দেখা গিয়েছে রাস্তায়, কেউ কেউ সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

যদিও এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে একাধিক জায়গায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। উদ্ধারকার্য চলছে এবং কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকতে বলেছে, কারণ পরবর্তী ৪৮ ঘণ্টায় আবারো আফটারশক আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।