/anm-bengali/media/media_files/2025/10/10/nobel-prize-peace-2025-10-10-16-17-43.png)
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এই বছর নোবেল শান্তি পুরস্কার পাবেন? এই জল্পনা কয়েকদিন ধরেই চলছিল। কিন্তু এবার ট্রাম্পের ভাগ্যে পুরস্কারটা এল না। নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।
তিনি ভেনেজুয়েলার ‘আইরন লেডি’ নামে পরিচিত। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই এবং দেশের মানুষকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
গত বছর ভেনেজুয়েলায় নির্বাচনে ব্যাপক কারচুপি হওয়ার অভিযোগ ওঠে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে। সেই নির্বাচনের পর থেকে মারিয়া অজ্ঞাতবাসে রয়েছেন। তবে টাইম ম্যাগাজিন ২০২৫ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তাঁকে স্থান দিয়েছে।
গত কয়েক মাসে ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, “আমি আটটি যুদ্ধ থামিয়েছি, তাই আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।” তবে এবার নোবেল কমিটি মারিয়াকে বেছে নিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/10/nobel-prize-peace-aa-2025-10-10-16-18-13.png)
নোবেল কমিটির বক্তব্য, মারিয়া ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বছর ৫২ ধরে নিরন্তর কাজ করে চলেছেন। একনায়কতন্ত্র থেকে দেশকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে ফিরিয়ে আনার লড়াইয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। কমিটি আরও জানিয়েছে, অন্ধকারের মধ্যে গণতন্ত্রের আলো জ্বালিয়ে রেখেছেন মারিয়া।
মারিয়ার এই অর্জন ভেনেজুয়েলার কূটনৈতিক ও রাজনৈতিক পরিসরেও আলোড়ন তুলেছে। দুই দেশের সম্পর্কও এই পরিস্থিতিতে আরও নজরকাড়া হয়ে উঠেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us