New Update
/anm-bengali/media/media_files/2025/06/18/israel Us embassy-57d38d6e.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে মার্কিন দূতাবাস জেরুজালেমে তিন দিন বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, "বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী, জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস আগামী বুধবার (১৮ জুন) থেকে শুক্রবার (২০ জুন) পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।" এই তিনদিনে জেরুজালেম ও তেল আভিভ— দুই শহরের কনস্যুলার (দূতাবাসের নাগরিক সেবা) বিভাগগুলিও বন্ধ থাকবে।
এই সিদ্ধান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি ক্রমেই আরও অস্থির হয়ে উঠছে, যার প্রভাব পড়ছে কূটনৈতিক কার্যক্রমের উপরেও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us