“শান্তি চাই, কিন্তু শর্ত নয়”— রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন কূটনীতিকের হুঁশিয়ারি

মার্কিন বিদেশ সচিব জানিয়েছেন, যুদ্ধ বন্ধের চাবিকাঠি এখন ইউক্রেনের কাছে আছে।

author-image
Tamalika Chakraborty
New Update
00dc-rubio-mktz-mediumSquareAt3X

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রবিবার জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নেওয়া বা প্রত্যাখ্যান করার অবস্থায় আমেরিকা নেই। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করতে হলে উভয় পক্ষকেই ছাড় দিতে হবে, কারণ শেষ পর্যন্ত সমঝোতাই এই সংঘাতের একমাত্র সমাধান।

রুবিও জানান, আমেরিকার লক্ষ্য হলো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি করা, কিন্তু সেটা করতে হলে দুই দেশকেই কিছুটা ছাড় দিতে হবে। তিনি সাফ জানিয়ে দেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইউক্রেনের, কারণ যুদ্ধ ইউক্রেনের মাটিতে চলছে এবং তাদের সঙ্গেই রাশিয়ার শান্তি করতে হবে।

220325163503-putin-zelensky-trump-split

 এক সাক্ষাৎকারে রুবিওকে প্রশ্ন করা হয়, আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পুতিনের দাবি মেনে নিয়েছেন? উত্তরে রুবিও বলেন, “আমেরিকার হাতে গ্রহণ বা প্রত্যাখ্যান করার কোনো ক্ষমতা নেই। এটা ইউক্রেনের ওপর নির্ভর করছে।”

তিনি আরও যোগ করেন, “আমরা চাই যুদ্ধ দ্রুত শেষ হোক, ইউক্রেন আবার নতুন করে দেশ গড়ুক এবং এমন নিশ্চয়তা পাক যে, এ রকম ভয়াবহ পরিস্থিতি আর কখনও ঘটবে না।”