ভারত চীনের দিকে ঝুঁকলে বিপদ বাড়বে আমেরিকার! ট্রাম্প প্রশাসনকে সতর্ক করলেন প্রাক্তন সিআইএ-প্রধান

চীন ভারতের বন্ধুত্বে আদতে বিপদ বাড়বে আমেরিকার, সতর্ক করলেন প্রাক্তন মার্কিন গুপ্তচর সংস্থার প্রধান।

author-image
Tamalika Chakraborty
New Update
PM Modi and xi jinping

নিজস্ব সংবাদদাতা: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র সাবেক পরিচালক উইলিয়াম জে. বার্নস সতর্ক করেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনের দিকে আরও কাছে ঠেলে দিতে পারে। তিনি এটিকে “গভীরভাবে উদ্বেগজনক” বলে উল্লেখ করেছেন।

এক আলোচনায় বার্নস সরাসরি বলেন, “নরেন্দ্র মোদিকে এমন জায়গায় ঠেলে দেওয়া, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর হাত ধরছেন—এটা করতে অনেক কিছুই ভুল করতে হয়। আমেরিকাকে খুব সাবধানে চলতে হবে।”

বার্নস দীর্ঘ সময় মার্কিন কূটনীতিতে কাজ করেছেন এবং পরবর্তীতে কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ‘US Leadership in a Challenging World’ শিরোনামের এক অনুষ্ঠানে নীতিনির্ধারক অ্যারন ডেভিড মিলার-এর সঙ্গে আলোচনা করেন। সেখানে জলবায়ু পরিবর্তন, পারমাণবিক ঝুঁকি এবং চীন–রাশিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমেরিকার করণীয় নিয়ে আলোচনা হয়।

trump

বার্নসের এই সতর্কবার্তা এসেছে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলন-এর পর। ১ সেপ্টেম্বর সেখানে প্রধানমন্ত্রী মোদি একসঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

তিন নেতার একসঙ্গে করমর্দন, আলিঙ্গন, এমনকি একসঙ্গে ঘোরাঘুরির ছবিগুলো বিশ্বমিডিয়ায় ভাইরাল হয়। মার্কিন প্রশাসনের ভেতরে এসব ছবি নিয়ে অস্বস্তি দেখা দেয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও সোজাসাপ্টা মন্তব্য করে বলেন, “ভারত আর রাশিয়া বোধহয় এখন চীনের কাছে হারিয়ে গেছে।”