ভেনেজুয়েলা উপকূলে মার্কিন সেনার হামলা, ট্রাম্পের নির্দেশে খতম ১১ জন মাদক পাচারকারী

মার্কিন সেনাবাহিনীর গুলিতে ভেনেজুয়েলার ১১ জন মাদক পাচারকারী নিহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
venezuala

নিজস্ব সংবাদদাতা: ভেনেজুয়েলার উপকূল সংলগ্ন সমুদ্রসীমায় মার্কিন সেনার বড়সড় সামরিক হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১১ জন সন্দেহভাজন ট্রেন দে আরাগুয়া (Tren de Aragua) কার্টেলের সদস্য নিহত হয়েছে বলে মঙ্গলবার জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প দাবি করেছেন, এই হামলার লক্ষ্য ছিল ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর নিয়ন্ত্রণে থাকা মাদক–সন্ত্রাসীরা। বিপুল পরিমাণে মাদক পাচারের অভিযোগ ছিল নিহতদের বিরুদ্ধে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, “আজ ভোরে আমার নির্দেশে মার্কিন সেনাবাহিনী SOUTHCOM-এর আওতায় একটি কাইনেটিক স্ট্রাইক চালায়। এতে ইতিমধ্যেই চিহ্নিত ট্রেন দে আরাগুয়া মাদক–সন্ত্রাসীদের টার্গেট করা হয়েছে।”

donald trump

ট্রাম্প আরও জানান, ট্রেন দে আরাগুয়া (সংক্ষেপে TDA) এখন আনুষ্ঠানিকভাবে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন (Foreign Terrorist Organisation) হিসেবে স্বীকৃত। তাঁর কথায়, “এই কার্টেল নিকোলাস মাদুরোর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এরা যুক্তরাষ্ট্র ও গোটা পশ্চিম গোলার্ধে গণহত্যা, মাদক চোরাচালান, নারী পাচার, সহিংসতা এবং সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত।”