দুই বছরের ছেলেকে দ্বিতীয় তলা থেকে ছুঁড়ে দিল বাবা! অলৌকিকভাবে অক্ষত ছেলে

দ্বিতীয় তলা থেকে নিজের ছেলেকে ছুঁড়ে ফেলে দিল বাবা।

author-image
Tamalika Chakraborty
New Update
arrested a

নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা। মাত্র দুই বছরের এক শিশুকে ইচ্ছে করেই দ্বিতীয় তলার বারান্দা থেকে ফেলে দিল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত ১৬ আগস্ট সকাল সাড়ে ১১টা নাগাদ, স্নোহোমিশ এলাকায়। স্থানীয় পুলিশের কাছে খবর যায় যে এক ব্যক্তি ইচ্ছে করে একটি শিশুকে অ্যাপার্টমেন্টের উপরের বারান্দা থেকে নিচে ছুড়ে দিয়েছে।

অবিশ্বাস্য হলেও সত্যি, ওই ছোট্ট শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা পরে জানান—তার কোনও গুরুতর আঘাত লাগেনি। বর্তমানে শিশুটি নিরাপদে আছে এবং তাকে সুরক্ষিত হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি এখন শিশু সুরক্ষা দফতরের অধীনে তদন্তাধীন।

Bangladeshi Arrested

অপরাধী হিসেবে ধরা পড়েছে ৩৮ বছর বয়সী এক ব্যক্তি। পুলিশ ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে অ্যাসল্ট ও রেকলেস এন্ডেঞ্জারমেন্ট-এর অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্তের সঙ্গে শিশুটির কী সম্পর্ক, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। কেন এমন ভয়ঙ্কর কাজ করল সেই কারণও স্পষ্ট নয়। তদন্ত চলছে।

ওয়াশিংটনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা হতবাক—একটি নিরীহ শিশুর সঙ্গে কীভাবে এতটা নিষ্ঠুর আচরণ করা সম্ভব!