ঐতিহাসিক ঘটনা আমেরিকায়! গীতায় হাত রেখে শপথ নিলেন আমেরিকার গোয়েন্দা প্রধান

গীতায় হাত রেখে শপথ নিলেন আমেরিকার গোয়েন্দা প্রধানের।

author-image
Tamalika Chakraborty
New Update
fbi chief

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এসেছে বেশ কিছু পরিবর্তন। গত মাসেই রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর থেকেই প্রশাসনে শুরু হয়েছে রদবদল। পুরনোদের বিদায় দিয়ে জায়গা পাচ্ছেন নতুনরা। এরই ধারাবাহিকতায়, শনিবার হোয়াইট হাউসের ইইওবি ভবনে অনুষ্ঠিত হলো এফবিআই-এর নবম প্রধানের শপথগ্রহণ অনুষ্ঠান।

নতুন এফবিআই প্রধান হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল। ৪৪ বছর বয়সী কাশ জন্মসূত্রে আমেরিকান, তবে তাঁর পারিবারিক শিকড় ভারতের সঙ্গে গভীরভাবে যুক্ত। জানা যায়, তাঁর পরিবার প্রায় ৪০-৫০ বছর আগে ভারত থেকে উগান্ডা হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। সেই থেকে প্রজন্ম ধরে আমেরিকাতেই স্থায়ীভাবে বসবাস করছে পটেল পরিবার।

শুধু পারিবারিক শিকড় নয়, কাশ পটেল নিজেও তাঁর ভারতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। তাই শপথ গ্রহণের সময় তিনি গীতায় হাত রেখে শপথ নেন, যা নতুন দায়িত্বের প্রতি তাঁর আস্থা ও মূল্যবোধকে তুলে ধরে।

গত বৃহস্পতিবার মার্কিন সেনেটে ভোটাভুটির মাধ্যমে ৫১-৪৯ ভোটের ব্যবধানে এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হন কাশ পটেল। যদিও এ পদটি অরাজনৈতিক বলে বিবেচিত হয়, তবুও তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। ট্রাম্প প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে আগে থেকেই কাজ করেছেন তিনি, যা নিয়ে ট্রাম্পের দলের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পাশাপাশি, বিভিন্ন সময়ে তাঁর রাজনৈতিক মন্তব্য নিয়েও হয়েছে সমালোচনা।

তবে সব বিতর্ক পেরিয়ে, কাশ পটেল এখন এফবিআই-এর নবম প্রধানের দায়িত্বে। এবার দেখার, ট্রাম্প প্রশাসনের নতুন এই নিয়োগ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কার্যক্রমে কী পরিবর্তন আনে।