H-1B ভিসা পেতে চাইলে এবার ‘পাবলিক’ করতে হবে সব সোশ্যাল অ্যাকাউন্ট, আতঙ্কে ভারতীয়রা

নতুন মার্কিন নিয়মে H-1B ও H-4 ভিসাধারীদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘পাবলিক’ রাখা বাধ্যতামূলক। এতে আতঙ্ক ছড়িয়েছে হাজার হাজার ভারতীয় কর্মী ও পরিবারে। কী বলছেন বিশেষজ্ঞরা?

author-image
Tamalika Chakraborty
New Update
america visa

নিজস্ব সংবাদদাতা: নতুন মার্কিন নিয়মে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে হাজার হাজার ভারতীয় H-1B কর্মী ও তাঁদের H-4 নির্ভরশীলদের মধ্যে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে, ১৫ ডিসেম্বর থেকে H-1B ভিসাধারী এবং তাঁদের পরিবারকে ভিসা যাচাইকরণের জন্য নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘পাবলিক’ রাখতে হবে।

ভারতীয়রা যেহেতু এই উচ্চদক্ষ ভিসার বৃহত্তম অংশ—H-1B অনুমোদনের ৭০ শতাংশের বেশি এবং H-4 EAD ধারকের প্রায় ৯০ শতাংশ—তাই আতঙ্কের মাত্রা আরও বেড়েছে। বহু পরিবার বছরের পর বছর ধরে কাজ, ক্যারিয়ার, হোম লোন ও সন্তানের স্কুলের ভিত্তি গড়ে তুলেছেন ভিসার স্থায়ী বৈধতার ওপর।

usa-h1b-visa

ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মে কনস্যুলার অফিসাররা আবেদনকারীর ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স বা লিংকডইনের মতো প্ল্যাটফর্মে দেওয়া পোস্ট খতিয়ে দেখতে পারবেন। তাই সাধারণ মন্তব্য, রাজনৈতিক মতামত বা রেজুমের সঙ্গে সামান্য অসঙ্গতিও অতিরিক্ত তদন্ত বা দেরির কারণ হতে পারে।

অনেকেই ইতিমধ্যেই এই নিয়ম নিয়ে আতঙ্কে রয়েছেন। বড় বড় প্রযুক্তি সংস্থাগুলো কর্মীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পরিষ্কার রাখতে, রাজনৈতিক মিম বা বিতর্কিত পোস্ট এড়াতে এবং ভিসা নথিতে কেবল প্রফেশনাল ইমেল ব্যবহারের পরামর্শ দিচ্ছে।