ফ্লোরিডায় বের হচ্ছে সমাধামসূত্র! এবার কি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শেষের পথে

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার জন্য ফ্লোরিডায় নতুন আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দল। মার্কো রুবিও, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বৈঠকে।

author-image
Tamalika Chakraborty
New Update
ukraine president and donald trump


নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের একটি প্রতিনিধি দল ফ্লোরিডায় মার্কিন পররাষ্ট্রসচিব মাইক্রো রুবিও ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিঊ ওইটকফে সঙ্গে নতুন আলোচনা শুরু করেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার মার্কিন সমর্থিত পরিকল্পনা নিয়ে। আলোচনার আগে রুবিও জানান, লক্ষ্য হলো এমন একটি পথ তৈরি করা যা ইউক্রেনকে সার্বভৌম, স্বাধীন ও সমৃদ্ধ রাখবে।

ইউক্রেন প্রতিনিধি দলের প্রধান রাস্টম রামোরভ বলেন, আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা, আগ্রাসন পুনরাবৃত্তি না হওয়া, সমৃদ্ধি এবং পুনর্গঠনের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। উমেরোভ ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান, এবং তিনি ওই দলের নেতৃত্ব গ্রহণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শক্তিশালী প্রধান কর্মীর  আন্দ্রে ইয়ারমার্ক পদত্যাগের পর।

ট্রাম্পের জামাই জারেদ কুশনের মিয়ামিতে এই বৈঠকে অংশ নিচ্ছেন। ইউক্রেন চায় যে যেকোনো চুক্তিতে আন্তর্জাতিক নিরাপত্তার নিশ্চয়তা এবং চলমান সামরিক ফ্রন্টলাইনের ভিত্তিতে যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত হোক। তবে ইতিমধ্যে ইউক্রেন দাবি করেছে যে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অতিরিক্ত কোনো অঞ্চল ছাড়বে না।

Putin

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো কোনও ছাড় দেওয়ার ইঙ্গিত দেননি এবং বলেছেন, যুদ্ধ শেষ হবে “যখন ইউক্রেনীয় সৈন্যরা নিজেদের দখলকৃত এলাকা থেকে সরে যাবে।” রুবিও জেনেভায় ইউক্রেন প্রতিনিধি দলের সঙ্গে গত সপ্তাহে সাক্ষাৎ করেছেন, যেখানে প্রাথমিক ২৮-বিন্দুর পরিকল্পনায় বড় সংশোধনী আনা হয়। ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা বলেছে, মূল পরিকল্পনা যা রাশিয়ার পক্ষে সুবিধাজনক মনে হচ্ছিল, তাতে “অতিরিক্ত কাজ” প্রয়োজন।