/anm-bengali/media/media_files/1nEJWvkB3t7v6K5e8ucA.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে প্রাণঘাতী হামলার জেরে পদত্যাগ করলেন দেশটির সেনাবাহিনীর কম্যান্ডার। রবিবার নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ইউক্রেনের অন্যতম শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতি।
গত বছরের নভেম্বর থেকে ইউক্রেনের স্থলবাহিনীর নেতৃত্বে ছিলেন দ্রাপাতি। তাঁর অধীনেই রাশিয়ার বিরুদ্ধে দেশের বৃহৎ সেনা অভিযান পরিচালিত হচ্ছিল। তবে সাম্প্রতিক ভয়াবহ হামলায় সেনা প্রশিক্ষণ শিবিরে বড়সড় ক্ষতি হয়, প্রাণহানি ঘটে একাধিক সেনার।
এই ঘটনার দায়ভার নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দ্রাপাতি। বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। হামলার পেছনে কী ধরনের গাফিলতি বা অভ্যন্তরীণ ভুল ছিল, তা খতিয়ে দেখছেন সামরিক ও গোয়েন্দা কর্তারা।
এই পদত্যাগ ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে বড় ধাক্কা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us