ট্রাম্পের সঙ্গে বৈঠকের ঠিক আগেই রাশিয়ার একের এপর এক হামলা! ক্ষোভে ফুঁসছে ইউক্রেন

ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠকের আগে ফের হামলা রাশিয়ার।

author-image
Tamalika Chakraborty
New Update
ukraine and trump

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে রাশিয়ার মিসাইল হামলা কূটনৈতিক প্রচেষ্টাকে “অপমানিত” করেছে। এই হামলায় খারকিভ ও জাপোরিঝিয়াতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

জেলেনস্কি স্পষ্ট করে বলেন, যুদ্ধের অবসান একেবারেই জরুরি। ইউক্রেনের জন্য নির্ভরযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে এবং রাশিয়াকে কোনোভাবেই পুরস্কৃত করা উচিত নয়।

Russia

তিনি আরও জানান, ওডেসায় একটি আজারবাইজান কোম্পানির মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা কেবল ইউক্রেনের উপর আঘাত নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক ও জ্বালানি নিরাপত্তার উপরও আক্রমণ।

জেলেনস্কি এক্স-এ লিখেছেন—“পুতিন ইচ্ছাকৃতভাবে হত্যা চালিয়ে যাচ্ছেন যাতে ইউক্রেন ও ইউরোপের উপর চাপ তৈরি হয় এবং কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়। এই কারণেই আমরা যুদ্ধ থামানোর জন্য বিশ্ব থেকে সহায়তা চাইছি। আমাদের নির্ভরযোগ্য নিরাপত্তা দরকার। মস্কোকে অবশ্যই এই শব্দটি শুনতে হবে—থামো।”