/anm-bengali/media/media_files/2025/03/03/Q12L135T8GAWPJYT11BH.jpg)
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে আলাস্কায় প্রায় তিন ঘণ্টা বৈঠক হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি হয়নি। এখন সবার নজর ওয়াশিংটন ডিসিতে সোমবারের বৈঠকে, যেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
আলাস্কার বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট দাবি করেন, ইউক্রেনীয় সেনাদের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল থেকে পুরোপুরি সরে যেতে হবে। এর বিনিময়ে তিনি যুদ্ধক্ষেত্রের বর্তমান অবস্থাকে ‘স্থগিত’ রাখতে রাজি আছেন বলে জানান। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠকের মাধ্যমে সমাধান চান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/14/dZeK504ArQWIgmyXBXni.jpg)
ইউরোপীয় দেশগুলির নেতাদেরও সোমবারের বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ইউক্রেনের মিত্র দেশগুলো এতদিন ধরে যুদ্ধবিরতির দাবি জানালেও মার্কিন প্রেসিডেন্ট এবার ভিন্ন মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধ থামাতে হলে সরাসরি শান্তিচুক্তি করা উচিত, যুদ্ধবিরতি দিয়ে সময় নষ্ট নয়।
রুশ প্রেসিডেন্টও এই প্রস্তাবে একমত প্রকাশ করে বলেছেন, বৈঠকটি ছিল খুবই “উপকারী” এবং তিনি শান্তিপূর্ণ সমাধানকে প্রাধান্য দিচ্ছেন। তাঁর ভাষায়, “যুদ্ধবিরতি করে কোনো লাভ নেই যদি মূল সমস্যাগুলো সমাধান না করা যায়।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us