/anm-bengali/media/media_files/2025/09/22/uk-pm-a-2025-09-22-19-28-27.jpg)
নিজস্ব সংবাদদাতা: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শীর্ষ বৈশ্বিক প্রতিভাদের জন্য ভিসা ফি বাতিলের প্রস্তাব বিবেচনা করছেন।যখন যুক্তরাষ্ট্র অভিবাসন নিয়ে আরও কঠোর হচ্ছে, তখন ব্রিটেন বিপরীত কৌশল নিচ্ছে—বিশ্বের সেরা মেধাবীদের আকর্ষণ করে নিজেদের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে।
স্টারমারের নেতৃত্বে তৈরি হওয়া একটি বিশেষ “গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স” কাজ করছে নতুন পরিকল্পনা নিয়ে। তাদের মূল লক্ষ্য হলো বিজ্ঞানী, শিক্ষাবিদ ও ডিজিটাল খাতের বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে টেনে আনা, যাতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়ে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/15/uk-pm-2025-09-15-00-25-07.jpg)
সরকারি সূত্রে জানা গেছে, যে ব্যক্তিরা বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কোনো একটিতে পড়েছেন অথবা কোনো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন, তাদের জন্য ভিসা খরচ পুরোপুরি শূন্য করার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ, এই শ্রেণির প্রতিভারা বিনামূল্যেই ব্রিটেনে আসতে পারবেন।
এখন দেখার বিষয়—স্টারমারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা ব্রিটেনকে মেধাবীদের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করে কিনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us