/anm-bengali/media/media_files/2025/09/19/trump-and-starmer-2025-09-19-14-13-31.jpg)
নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় দাবি করলেন। তাঁর কথায়, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার নাকি চরম অস্বস্তিতে পড়েছিলেন, যখন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন দেশগুলিকে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে তিনি সরাসরি সমালোচনা করেন। ট্রাম্পের দাবি, স্টার্মার পরে আর দেরি না করে রাশিয়ান তেল আমদানি বন্ধ করতে রাজি হয়েছেন এবং নিষেধাজ্ঞা আরোপের দলে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/13/3wLtysUGVkwKSV48NDOz.jpg)
বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট যখন এয়ার ফোর্স ওয়ানে চেপে দেশে ফিরছিলেন, তখন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেন ট্রাম্প। উল্লেখযোগ্যভাবে, তিনিই প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি ব্রিটেনে দুই-দুইবার রাষ্ট্রীয় সফরের সুযোগ পেলেন।
সাংবাদিকরা যখন জানতে চান, স্টার্মার কি তাঁর সঙ্গে ইউক্রেন প্রসঙ্গে আলোচনা করেছেন, তখন ট্রাম্প বলেন— ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি “একটু লজ্জিত” ছিলেন এই কারণে যে ইউরোপের বহু দেশ এখনও রাশিয়া থেকে তেল কিনছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us