“বাংলাদেশে সংখ্যালঘুরা সরাসরি হামলার শিকার”—ব্রিটিশ পার্লামেন্টে বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে ব্রিটিশ পার্লামেন্টে অভিযোগ করলেন কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান।

author-image
Tamalika Chakraborty
New Update
british pm

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে বেড়ে চলা হামলা ও নিপীড়নের ঘটনা নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে কড়া সুরে উদ্বেগ প্রকাশ করলেন কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান। শুক্রবার তিনি ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন এবং কেয়ার স্টারমার নেতৃত্বাধীন সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানান।

ব্ল্যাকম্যান বলেন, তিনি সম্প্রতি একটি সেমিনার আয়োজন করেছিলেন যেখানে বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আহমদিয়া সম্প্রদায়ের প্রতিনিধি ব্যক্তিগতভাবে তাঁদের ওপর চালানো অত্যাচার, হুমকি ও নিপীড়নের অভিজ্ঞতা তুলে ধরেন। সেই সেমিনার থেকেই উঠে এসেছে যে এই সম্প্রদায়গুলোর মানুষ এখন "সরাসরি হামলার লক্ষ্যবস্তু" হয়ে উঠেছে।

british mp

পার্লামেন্টে বক্তব্য রাখার ভিডিও তিনি নিজেই সামাজিক মাধ্যম এক্স (পূর্বতন টুইটার)-এ শেয়ার করে লিখেছেন, “আমি আবারও বাংলাদেশে সংখ্যালঘু অধিকার নিয়ে পার্লামেন্টে সরব হয়েছি।”

তিনি আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানিয়েছেন, যেন বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে বাধ্য করা হয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এমপি ব্ল্যাকম্যানের এই বক্তব্য এখন বিশ্বজুড়ে নজর কাড়ছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ধর্মীয় নিপীড়নের ইস্যুকে কেন্দ্র করে।