হংকংয়ে দানবীয় ঝড়! বাতাসে উড়ে যাচ্ছে গাছ, বাতিল শত শত ফ্লাইট — টাইফুন উইফার তাণ্ডব শুরু

টাইফুন উইফার প্রভাবে হংকংয়ের জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
typhoon honkong

নিজস্ব সংবাদদাতা: চীনের দক্ষিণ উপকূলে ধেয়ে আসা ভয়াবহ টাইফুন ‘উইফা’ রোববার হংকংসহ আশপাশের শহরগুলোর স্বাভাবিক জনজীবন একেবারে স্তব্ধ করে দিয়েছে। প্রবল ঝড়ো হাওয়ায় উপড়ে গেছে বহু গাছ, বাতিল হয়েছে শত শত ফ্লাইট — যার জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর, শেনঝেন, ঝুহাই ও ম্যাকাও-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর এই টাইফুনের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধুমাত্র হংকং আন্তর্জাতিক বিমানবন্দরেই অন্তত ৪০০টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এই ঘটনায় প্রায় ৮০,০০০ যাত্রীর সফর পরিকল্পনায় ছেদ পড়ে।

honkong

শুধু আকাশপথই নয়, টাইফুন উইফার প্রভাবে বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু হাই-স্পিড ট্রেন পরিষেবাও, যা যাত্রী দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।

হংকং ও আশপাশের অঞ্চলে তীব্র বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করে। শহরের রাস্তাঘাটে পড়েছে উপড়ানো গাছ, বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে।

চোখের পলকে বদলে যাওয়া আবহাওয়ার এমন দাপটে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।